You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের সম্পত্তিতে মহামারীর কামড়!‌ ধনী হয়ে উঠল চীন ও ভারত :‌ রিপোর্ট

মহামারীর কামড়ে ১০ লাখের বেশি মৃত্যু বিশ্বজুড়ে। যার জেরে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ কমলেও বেড়েছে পারিবারিক সম্পত্তির পরিমাণ। এমনকী চীন ও ভারতেও। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন মুলুক। ব্যক্তিগত সম্পত্তি প্রতি জনে ৫% কমবে চলতি অর্থ বর্ষে। চীন ও ভারতে পারিবারিক সম্পত্তি বেড়েছে যথাক্রমে ৪.‌৪% এবং ১.‌৫%। মুদ্রার দাম কমে অর্থনীতি থমকে যাওয়ার কারণে দক্ষিণ আমেরিকায় পারিবারিক সম্পত্তির পরিমাণ ১৩% কমেছে মহামারীর সঙ্কটে, জানাচ্ছে ক্রেডিট সুইসে গ্রুপ এজি–র বিশ্ব সম্পদ রিপোর্ট, ২০২০।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন