আলুর দাম কমতে শুরু করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাজার থেকে অনেকেই ৪৫ টাকা কেজি দরে আলু কিনতে পেরেছেন। ৫ টাকা কমে আলু পাওয়ায় ক্রেতাদের অনেকেই খুশি। ব্যবসায়ীরা বলছেন, ধীরে ধীরে আলুর দাম আরও কমে আসবে।
রাজধানীর মানিক নগরে থাকেন আবুল হাসান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনার কারণে তার বেতন অর্ধেক কমেছে। কিন্তু আলু দাম ৬০ টাকা হওয়ায় বড় বিপদে ছিলেন। তিনি বলেন, ৪৫ টাকায় এক কেজি আলু পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার ছিল। তার ধারণা ছিল, বৃষ্টির অজুহাতে সবজির দাম আরও বাড়বে। তিনি হয়তো সবজি কিনতেই পারবেন না। কিন্তু অবাক করা ব্যাপার সবজির দামও এই বৃষ্টির মধ্যে নতুন করে বাড়েনি।