সাভারে গণধর্ষণসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

সাভারে গণধর্ষণসহ ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ (৪০) বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি ১ র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত শেখ ফরিদ সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার আবুল হাশেম মিয়া ওরফে বিশুর ছেলে। তার বিরুদ্ধে নতুন দু’টি মামলাসহ মোট ১৩ টি মামলা দায়ের হলো। র‌্যাব জানায়, শেখ ফরিদ গাজীপুর এলাকায় থেকে মাঝে-মধ্যেই সাভারের ওই এলাকায় এসে কুকর্ম পরিচালনা করতো। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুই পোশাক শ্রমিককে গণধর্ষণ, মাদকসহ ১১ টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সাভারের হেমায়েতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সিপিসি ১ র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং বলেন, গ্রেপ্তারকৃত শেখ ফরিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ পৃথক দু’টি মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে মূলত  পেশাদার ধর্ষণকারী, চাঁদাবাজ, শীর্ষস্থানীয় মাদককারবারী এবং অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করত না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us