You have reached your daily news limit

Please log in to continue


‘ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এই দেশে মা বোনদের সম্মান রক্ষার জন্য আমরা জীবন প্রাণ লড়াই করে দেশ স্বাধীন করেছি। এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে। সেটা এইভাবে উচ্ছন্নে গেলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের ও বেদনার হবে। সারা দেশে ধর্ষণের মতো ঘটনার জন্য সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে ও সবাইকে সক্রিয় হতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গোপালপুরে গণধর্ষণের শিকার কলেজছাত্রীকে দেখতে গিয়ে এ কথা বলেন। গত বুধবার গোপালপুর উপজেলার কাগুজিআটা গ্রামের ওই কলেজছাত্রী ও আসামিদের বাড়ি পরিদর্শন করেছেন বলেও তিনি জানান। কাদের সিদ্দিকী বলেন, ভিকটিম সত্য বললে ন্যায়বিচার পাবে। আর শত্রুতার জন্য অগ্রসর হলে ভালো ফল পাবে না। কারণ ৭৫/৮০ বছর বয়সী এক বৃদ্ধ লোককে এই ধর্ষণ মামলার আসামি করা হয়েছে। মেয়েটির ওই ছেলের সঙ্গে আগে বিয়ে হয়েছিল। মেয়ে ও তার মা সেটা অস্বীকার করলেও এলাকার লোকজন বলছে তাদের বিয়ে হয়েছিল। ঘটনার দিন ওই ছেলের অন্যত্র বিয়ে হচ্ছে এমন কথা শুনেই মেয়েটি তাদের বাড়ি গিয়ে ওঠে। পরে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। সামাজিক অবক্ষয় দূর করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। অথচ সেটা হচ্ছে না। এরপর তিনি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও মানবাধিকার কর্মী এডভোকেট আতাউর রহমান আজাদ। গত মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুরে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ তুলে তার মা বাদী হয়ে এলাকার পাঁচ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন