মাঝ নদীতে তলা ফেটে ডুবল স্পিডবোট, ৫ যাত্রী নিখোঁজ

সমকাল প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২০:২৯

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টি লঞ্চঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে চালকসহ ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে।

উদ্ধার যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ১৭ জন যাত্রী নিয়ে আহম্মেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি স্পিডবোট গলাচিপার পানপট্টির উদ্দেশে ছেড়ে আসে। এ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। এরমধ্যেই চালক স্পিডবোট নিয়ে আগুনমুখা নদী পাড়ি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু নদীর মাঝখানে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তলা ফেটে চালকসহ যাত্রীদের নিয়ে স্পিডবোটটি তলিয়ে যায়। দুর্ঘটনার দেড় ঘন্টা পর অপর দু’টি স্পিডবোট উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ ১৩ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু পাঁচজন এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় স্পিডবোট মালিক কর্তৃপক্ষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us