২০০ ব্রান্ডের পানীয়কে বিদায় জানাচ্ছে কোকাকোলা

বণিক বার্তা প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২০:৩২

কোমলপানীয়র আন্তর্জাতিক বাজারে অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোকাকোলা কোম্পানির অন্তত ২০০টি ব্রান্ডকে চিরতরে বিদায় জানাতে যাচ্ছে। এতে কোম্পানির পোর্টফলিও প্রায় অর্ধেক হয়ে যাবে।

কোকাকোলা এরই মধ্যে ট্যাব, জিকো এবং অডওয়ালার মতো কিছু ব্রান্ডের কোমলপানীয়র উৎপাদন ও বিপণন বন্ধ করার ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার পোর্টফলিও থেকে ২০০টি ব্রান্ড ছেঁটে ফেলার আনুষ্ঠানিক ঘোষণা এলো।

এ ব্যাপারে কোকাকোলার পক্ষ থেকে বলা হচ্ছে, পোর্টফলিও কাটছাঁট করার ফলে কোম্পানি অধিক লাভজনক ব্রান্ডগুলোতে আরো বেশি মনোযোগী হতে পারবে। এর মধ্যে অন্যতম একটি হলো কোকাকোলা জিরো সুগার। এছাড়া হাল ফ্যাশনের টপো চিকো হার্ড লেটজার (অ্যালকোহলযুক্ত পানীয়) এবং ক্যাফেইন যুক্ত এএইচএ গত বছর অবমুক্ত করেছে কোকাকোলা। এ দুটি ব্রান্ডও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us