হলে গিয়ে সিনেমা দেখলে পেতে পারেন ৫ হাজার টাকা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৯:২৮

মায়াবী মুখ। দোহারা গড়ন। চাহনিতে অদ্ভুত এক মায়া যেন বিদ্যমান। যে মায়ায় ডুবে থাকা যায় অনন্তকাল। স্বপ্ন দেখা যায় অফুরন্ত। প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাশ’-এর পোস্টারে ও ট্রেলারেও এমন শার্লিন ফারজানাকে ফুটিয়ে তোলা হয়েছে। তা দেখেই দর্শকদের তীব্র আগ্রহ সিনেমাটির প্রতি। সিনেমাটি দেখে যেকেউ জিতে নিতে পারেন ৫ হাজার টাকার প্রাইজমানি উপহার।
রাত পোহালেই ঢাকা ও চট্টগ্রামে মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। সিনেমা দেখলে সিনেমার আরেক ভক্ত দিবে ৫ হাজার টাকা।

কামরুল হাসান নামের একজন বাংলা সিনেমার নিয়মিত দর্শক ‘ঊনপঞ্চাশ বাতাস চ্যালেঞ্জ’ ঘোষণা করেছেন। ব্যক্তিগত উদ্যোগে চ্যালেঞ্জ বিজয়ী তিনজনকে পাঁচ হাজার টাকা উপহার দেবেন। শত প্রতিকূলতার মধ্যেও ভালো ছবি দেখতে হলে যাওয়া দর্শকের জন্যে তার ব্যক্তিগত উদ্যোগ বলে একটি স্ট্যাটাস দিয়েছেন।

কামরুল হাসানের স্ট্যাটাস অনুসারে তিনজন বিজয়ীকে দেয়া হবে পাঁচ হাজার টাকা। প্রথম পুরস্কার ৩ হাজার, দ্বিতীয় পুরস্কার এক হাজার পাঁচশ’ ও তৃতীয় পুরস্কার ৫০০ টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us