হত্যা মামলার ২ নম্বর আসামি হিসেবে ২৫ বছরের রাহেলা (ছদ্মনাম) মহিলা কেন্দ্রীয় কারাগারে (কাশিমপুর-৩) বন্দী আছেন। তাঁর স্বামী মামলার প্রধান আসামি। তিনি কারাগারের পুরুষ অংশে আছেন। এই কারাগারের মোট বন্দী তালিকায় রাহেলার নামধাম থাকলেও তাঁর সঙ্গে বাস করা একটি ছোট্ট প্রাণ সেই তালিকায় নেই।
কোনো অপরাধের অভিযোগও নেই তার বিরুদ্ধে। দেড় বছর ধরে রাহেলার সঙ্গে কারাগারে দিন কাটাচ্ছে তাঁর শিশুসন্তান। মায়ের বিরুদ্ধে যে অপরাধের বিচার চলছে, তার দায় ছোট্ট ঘাড়ে নিয়ে আক্ষরিকভাবেই চার দেয়ালে বন্দিজীবন কাটছে শিশুটির।