মহাসড়কে অটোরিকশা বন্ধের দাবিতে ৯টি রুটে বাস চলাচল বন্ধ

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৯:০৩

হবিগঞ্জ-সিলেটসহ নয়টি রুটে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে তাদের এ ধর্মঘট। আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের সাধারণ যাত্রীরা। সমিতি বলছে, দাবি পূরণ না হলে আগামীকাল বুধবার থেকে ঢাকা-হবিগঞ্জ রুটেও বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে আইন অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকার কথা। কিন্তু অবাধে এ মহাসড়কে অটোরিকশাগুলো চলাচল করে আসছে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধসহ সব ধরনের অবৈধ পরিবহন বন্ধে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। কিন্তু কোনো কাজ না হওয়ায় ১৩ অক্টোবর সমিতির পক্ষ থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ জেলার সব ধরনের অবৈধ পরিবহন বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি ১৮ অক্টোবরের মধ্যে এ দাবি পূরণ না হলে সমিতি অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকার বিষয়টি উল্লেখ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us