করোনায় চট্টগ্রাম থেকে বিদেশে জনশক্তি রফতানি কমেছে। আগে যেখানে মাসে ৩ থেকে ৪ হাজার কর্মী বিদেশ যেতেন, সেখানে করোনার কারণে গত ৬ মাসে চট্টগ্রাম থেকে বিদেশ গিয়েছেন মাত্র ৮ জন। করোনা পরিস্থিতির শুরুতেও চলতি বছরের মার্চ মাসে চট্টগ্রাম থেকে বিদেশ গিয়েছেন ৩ হাজার ৯৩ জন।
জনশক্তি রফতানির এই চিত্র খুব শিগগিরই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। ততদিন জনশক্তি রফতানি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এক মাত্র ভ্যাকসিন বের হলেই তখন জনশক্তি রফতানি স্বাভাবিক হতে পারে।’