অনেক রাত পর্যন্ত জেগে থাকা। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। সঙ্গে অনিয়মিত খাওয়া-দাওয়ার অভ্যেস। এমন জীবনযাপনের ফল খুবই মারাত্মক হতে পারে বলে জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা। শরীরে বাসা বাঁধতে পারে মারণ রোগ।
বিখ্যাত জার্নাল ‘অ্যাডভান্সেস ইন নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে রোজ রাত করে ঘুমোতে যাওয়া ও সকালে দেরি ওঠার অভ্যেস থেকে হার্টের অসুখ ও টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা বহুলাংশে বাড়ে।