বেতন নিয়ে আবারও বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন লিওনেল মেসি সহ বার্সেলোনার বেশ কিছু শীর্ষস্থানীয় খেলোয়াড়। করোনাভাইরাসের কারণে বড় ধরনেরই আর্থিক ক্ষতির শিকার হয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি বার্তোমেই এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের বেতন স্থগিতের একটা প্রস্তাব করেছিলেন।
কিন্তু আগেই করোনার কারণে ৭০ শতাংশ বেতন কম নেওয়া মেসিসহ অন্যান্য খেলোয়াড়েরা সে প্রস্তাবে সাড়া দেননি। তারা ব্যুরোফ্যাক্স করে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন। তবে মেসিদের সঙ্গে নেই তাঁদেরই তিন সতীর্থ। এঁরা বার্তোমেউয়ের কথামতো বেতন স্থগিত রাখতে নাকি রাজি।