করোনার কারণে গত মার্চ মাস থেকে সিনেমার শুটিং বন্ধ ঘোষণা করা হয়। তাতে বেশ কয়েকটি ছবির শুটিং মাঝপথে আটকে যায়। দীর্ঘ পাঁচ মাস পর নতুন স্বাভাবিকে আবার শুরু হয়েছে শুটিং। আটকে যাওয়া ছবিগুলোর হাতে গোনা কয়েকটির শুটিং শুরু করেছেন নির্মাতারা। নানা কারণে বাকি ছবিগুলোর শুটিং শুরু হচ্ছে না।
এর মধ্যে কয়েকটি ছবির প্রযোজক মনে করছেন, করোনা পরিস্থিতি এবং প্রেক্ষাগৃহে দর্শক কেমন আসছে—তার ওপর নির্ভর করছে শুটিংয়ের বিষয়টি। অনেকে বিনিয়োগ ফিরে পাওয়ার অনিশ্চয়তায় আর লগ্নি করে ঝুঁকি বাড়াতে চাচ্ছেন না। কিছু ছবির নির্মাতা পড়েছেন শিডিউলের জটিলতায়।