শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক নিয়ে নির্মিত হচ্ছে ‘৮০০’ নামে একটি সিনেমা। সম্প্রতি ‘৮০০’-এর ফার্স্টলুক প্রকাশ পায়। তবে হতাশার খবর হলো, লঙ্কান তারকার বায়োপিকের ফার্স্টলুক নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গত ১৩ অক্টোবর ইউটিউবে একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে পর্দার মুত্তিয়া মুরালিধরন হিসেবে তামিল অভিনেতা বিজয় সেথুপাতিকে দেখা যায়। এর পরই শুরু হয় সমালোচনা। অনেকেই বিষয়টি রাজনীতি ইস্যুতে নিয়ে যাচ্ছেন। মুরালিধরনকে ‘বিশ্বাসঘাতক’ ঘোষণা দিয়ে তাঁকে নিয়ে নির্মিত ছবিতে সেথুপাতিকে অভিনয় না করার জন্য আহ্বান জানিয়ে আন্দোলন শুরু হয়েছে তামিলনাড়ুতে। রাজনৈতিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও ভক্ত—সবাই চাচ্ছেন সেথুপাতি যেন এ সিনেমায় অভিনয় না করেন।
কিন্তু কেন এই আন্দোলন? মূলত এই আন্দোলনের সঙ্গে জড়িত লঙ্কান তামিল টাইগারদের সঙ্গে সরকার বাহিনীর গৃহযুদ্ধ। সমালোচকেরা বলছেন, ওই সময়ে স্বজাতি তামিলদের পাশে না দাঁড়িয়ে সরকারের পক্ষে ছিলেন মুরালিধরন। যার জন্য সমর্থকরা চাইছেন, তামিল তারকা সেথুপাতি যেন ওই সিনেমায় অভিনয় না করেন।