বাংলাদেশসহ কয়েক দেশ করোনার টিকার ট্রায়ালের অনুরোধ করেছে: মোদি

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১০:০৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ, মিয়ানমার, কাতার ও ভুটান নিজ দেশে কোভিড টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভারতকে অনুরোধ করেছে। নরেন্দ্র মোদি গতকাল শনিবার দেশের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা জানান। কোভিড-১৯ পরিস্থিতির নিয়ে পর্যালোচনামূলক এ বৈঠক হয়।

গতকালের বৈঠকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনসহ পদস্থ কর্তাদের সঙ্গে বৈজ্ঞানিক উপদেষ্টারাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে জানানো হয়, এই মুহূর্তে ভারতে দুটি টিকার দ্বিতীয় ও একটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। বিজ্ঞানী ও গবেষকেরা প্রতিবেশী সব দেশকে কোভিড মোকাবিলায় সাহায্য করছে। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, টিকার জোগান ও বণ্টন প্রতিবেশী ছাড়াও গোটা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us