You have reached your daily news limit

Please log in to continue


বন্ধ অ্যাডওয়ার্ড পার্ক খুলে দেওয়ার দাবি

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বগুড়া শহরের অ্যাডওয়ার্ড পৌর পার্ক প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে। এতে বিশেষ করে ডায়াবেটিসের রোগী ও হৃদ্‌রোগীরা চরম বিপাকে পড়েছেন। পার্কে প্রবেশ নিষিদ্ধ থাকায় শিশু-কিশোরেরাও খেলাধুলা ও চিত্তবিনোদনের সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বগুড়া শহরের একমাত্র উদ্যানটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন নানা শ্রেণি–পেশার মানুষ। কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ বগুড়া পৌরসভার পক্ষ থেকে শহরের প্রধান এই উদ্যান বন্ধ ঘোষণা করা হয়। বগুড়া শহরের হাজার হাজার ডায়াবেটিসের রোগী ও হৃদ্‌রোগী ছাড়াও অনেকে এখানে এসে নিয়মিত শরীরচর্চা করতেন। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন ভোর থেকে সকাল ৯টা এবং সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাস্থ্যসচেতন নারী ও পুরুষেরা দল বেঁধে পৌর পার্কে হাঁটাহাঁটি করেন। নিয়মিত শরীরচর্চার জন্য পার্কে রয়েছে ‘সুবেহ সাদিক’, ‘সুস্থ জীবন’সহ একাধিক সংগঠন। পৌর পার্ক বন্ধ থাকায় সাত মাস ধরে প্রাতর্ভ্রমণ ও হাঁটাহাঁটি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন অনেকেই। পার্কের ভেতরে পুকুরে সাঁতার প্রশিক্ষণ নিতেন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়া অনেক সাঁতারু। পার্ক বন্ধ থাকায় তাঁদের প্রশিক্ষণও বন্ধ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন