হাঁকডাকে সরগরম কিশোরগঞ্জের সবজি বাজার

সময় টিভি প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ২০:৪৯

ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে কিশোরগঞ্জ শহ‌রের ঐতিহ্যবাহী পাইকারি সবজি বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা জমজমাট শত বছরের এ বাজারে প্রতিদিন অর্ধ কোটি টাকার বেশি স‌বজি বেচাকেনা হয়। সকাল থে‌কেই নানা ধরণের স‌বজির যেন মেলা বসে জেলা সবচেয়ে বড় বাজা‌রে। ‌বি‌ভিন্ন উপ‌জেলা ছাড়াও রাজশাহী, শেরপুর, জামালপুর, ঠাকুরগাঁওসহ বি‌ভিন্ন এলাকা থে‌কে স‌বজি আসে এখানে।

তবে এখন স‌বজির সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেশি ব‌লে জানান, বি‌ক্রেতারা। এক বিক্রেতা বলেন, 'সবজি কম চাষ হচ্ছে। আমাদানিও কম হচ্ছে যার কারণে দাম একটু বেশি' আলু ৪৫ টাকা, সীম ৮০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৭০টাকা, কাকরোল ৫০ টাকা, পটল ৫০ টাকা, ট‌মে‌টো ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us