বিক্ষোভ সত্ত্বেও পদত্যাগে নারাজ থাই প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৯:৫৯

জরুরি অবস্থা জারি করেও বিক্ষোভ থামাতে পারেনি থাইল্যান্ডের সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা’র পদত্যাগ দাবিতে অনড় থাকলেও সরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিক্ষোভের জের ধরে গত বৃহস্পতিবার সকালে থাই সরকার জরুরি অবস্থা জারি করে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা থেকে এটি কার্যকর হয়েছে। রাজতন্ত্রের বিরুদ্ধে চলমান বিক্ষোভ থামানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বড় ধরনের যে কোনও সমাবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us