১১ টাকায় টিকিট! সুরক্ষা আর নস্টালজিয়া নিয়ে দরজা খুলল এই 'প্রবীণ' প্রেক্ষাগৃহ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৮:৪৫
দীর্ঘদিন পর খুলে গেল হুগলির শেও়ড়াফুলির 'উদয়ন' সিনেমা হল। যদিও করোনার সুরক্ষাবিধি মেনে সিনেমা হল খোলা হলেও এই উইকএন্ডে টিকিট বিক্রি করা হচ্ছে মাত্র ১১ টাকায়!