তাড়াশে আগুনে সর্বশান্ত কৃষক পরিবার

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১৬:৩১

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে আজাদুল ইসলাম নামে এক কৃষকের বসতঘর পুড়ে গেছে। এতে সর্বশান্ত হয়ে গেছেন তিনি। বুধবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস মেলা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

তারা জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুন লেগেছে। সন্ধ্যায় আগুনের সূত্রপাত হলে মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে টিনের ঘর, আসবাবপত্র, চাল, ধানসহ যাবতীয় জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। এসময় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় উপজেলার ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us