‘শিল্প বাণিজ্যের প্রসারে ট্রেড বডির গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে’
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ১৯:০১
শিল্প বাণিজ্যের প্রসারে ট্রেড বডির গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। দেশের কম্পিউটার শিল্পের বিকাশে বাংলাদেশ কম্পিউটার সমিতি ( বিসিএস) কম্পিউটারের প্রয়োজনীয়তা তুলে ধরার মাধ্যমে সরকার ও জনসাধারণের মধ্যে এর চাহিদা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশে কম্পিউটার বিপ্লবের পথযাত্রায় ১৯৬৪ সালে হানিফ মিয়ার পর যে ক’জন মানুষের ভূমিকা রয়েছে তার মধ্যে মরহুম সাজ্জাদ হোসেন তাদের মধ্যে অন্যতম এক বীর।
মন্ত্রী মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকায় ডিজিটাল প্ল্যাটফরমে বিসিএস’র সাবেক সভাপতি মরহুম সাজ্জাদ হোসেন স্মরণে বিসিএস আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।