ভারতে গোবর দিয়ে তৈরি চিপ ‘কমিয়ে দেবে’ মোবাইলের রেডিয়েশন
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ০৯:২৪
ভারতে গোবর দিয়ে তৈরি হলো মোবাইল ফোনের চিপ। আর এ চিপ ব্যবহার করলেই নাকি মোবাইল ফোন থেকে ক্ষতিকারক রশ্মি বের হওয়া কমে যাবে। রাজকোটের শ্রীজি গোশালা নামে একটি সংস্থা একটি চিপটি তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে গৌষ্ঠব কবচ। মঙ্গলবার রাষ্ট্রীয় কামধেনু আয়োগের বল্লভভাই কাঠিরিয়া গোবর দিয়ে তৈরি এই চিপের উদ্বোধন করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন এক প্রতিবেদনে জানায়, গোবরজাত পণ্যের উৎপাদন ও ব্যবহারের বৃদ্ধির লক্ষ্যে দেশজুড়ে কামধেনু দীপাবলী প্রকল্পের সূচনা করতে গিয়ে এ চিপের উদ্বোধন করেন কাঠিরিয়া। চিপের উদ্বোধন করে কাঠিরিয়া বলেন, এটি একটি রেডিয়েশন চিপ। এটি মোবাইল ফোনের মধ্যেই রেখে দেয়া যাযবে। তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি, এই চিপ ব্যবহার করলে মোবাইল থেকে রশ্মির নির্গমণ অনেকটাই হ্রাস পায়।