বুড়িমারী স্থলবন্দরে আমদানি বন্ধ

আরটিভি প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১৬:৫১

ভারতের পশ্চিমবঙ্গে ট্রাক ধর্মঘটের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পণ্য আমদানি বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গে ট্রাকে পণ্য পরিবহনে বিধি-নিষেধ আরোপ করায় ভারত থেকে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে কোনও প্রকার পণ্য নিয়ে ট্রাক বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করছে না।
তবে বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল জানান, ভারতে ট্রাকে পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করে সরকার। তা প্রত্যাহারের দাবিতে ভারতীয় পশ্চিমবঙ্গ ট্রাকমালিক সমিতি তৃতীয় দিনের পরিবহন ধর্মঘট ডাকে। ফলে বুড়িমারীতে আমদানি বন্ধ রয়েছে। বুড়িমারী স্থলবন্দরের কাষ্টমসের সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা বলেন, পশ্চিমবঙ্গে ট্রাক মালিক সমিতির ডাকা তিন দিনের ধর্মঘটের কারণে আমদানি- বন্ধ রয়েছে। তবে রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us