; সীমিত পরিসরে পুনরায় চালু হওয়া ওমরার দ্বিতীয় ধাপে দুই লাখ ৫০ হাজারের বেশি লোক অংশগ্রহণ করবে। আগামী রবিবার (১৮ অক্টোবর) থেকে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য ওমরার দ্বিতীয় ধাপ চালু হবে। এ সময় মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শন ও নামাজ আদায় করা যাবে।
তাছাড়া রওজা শরিফ ও মসজিদ নববির পুরোনো মসজিদ এরিয়াতেও যাওয়া যাবে। গত ৪ অক্টোবর থেকে সৌদিতে অবস্থানরতদের জন্য সীমিত পরিসরে ওমরাহ চালু হয়। এর আগে গত ৩১ মে থেকে মসজিদ নববির আঙিনা ও আশপাশ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের জন্য উম্মুক্ত করা হয়। হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল উমারি জানান,