আজ ১৩ অক্টোবর ২০২০,মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে, বছরের ২৮৬ তম (অধিবর্ষে ২৮৭ তম) দিন। বছর শেষ হতে আর বাকি মাত্র ৭৯ দিন। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়- ইতিহাসের পাতায় আজকের দিনটি খ্রীস্টপূর্ব ৫৩৯ - ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করে। ৬৩৫ - খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন। ১৫৫৬ - মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।