ঋণের দায়ে ডুবছে নাইজেরিয়া। আগামী বছরের বাজেটের জন্য নতুন করে ঋণ নিচ্ছে আফ্রিকার দেশটি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি গত বৃহস্পতিবার দেশটির আইন পরিষদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২০২১ সালের জাতীয় বাজেট পেশ করেন। তাতে নতুন করে আরও ঋণ নেওয়ার বিষয়টি উঠে এসেছে। আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যম আফ্রিকা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুহারি বলেছেন, তহবিল জোগাতে তাঁদের ৪ দশমিক ৩ ট্রিলিয়ন নায়রা (নাইজেরীয় মুদ্রা) ঋণ করতে হবে, যা তাঁদের মোট বাজেটের এক–তৃতীয়াংশ। দেশটি মোট ১৩ ট্রিলিয়ন নায়রা (৩৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার) বাজেট পেশ করেছে।