ব্রহ্মপুত্র খনন: কৃষিজমি-বসতভিটা নিয়ে শঙ্কা

প্রথম আলো প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১১:৩৪

বর্তমানে গ্রামের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হচ্ছে। সেখানে খনন না করে বসতভিটা ও ফসলি জমির ভেতর দিয়ে খননের নকশা করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচরের বাসিন্দাদের দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। যে চরে দীর্ঘদিন ধরে তারা বসবাস করছে, চাষাবাদ করছেন, সে জমি এখন হাতছাড়া হতে চলেছে। কারণ, ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের চূড়ান্ত নকশায় প্রবহমান অংশ বাদ রেখে তাদের বসতভিটা ও কৃষিজমি অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, নকশা অনুযায়ী ৪৭ একর ৯ শতাংশ জমি খনন প্রকল্পের আওতায় পড়েছে। বর্তমানে তাঁদের এলাকায় প্রবাহিত নদটি ধনুক আকৃতির। সেখানে নদটি খনন করতে ২৫০ মিটার বেশি খনন করতে হতো। সেটা না করে কোনাকুনি দেড় কিলোমিটার খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছ। এতে করে মরিচারচরের উর্বর আবাদি ভূমি নষ্ট হবে। গ্রামটি দ্বীপে পরিণত হবে। খননের জন্য দেওয়া হয়নি কোনো ক্ষতিপূরণও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us