২০৪০ সালের মধ্যে কারিগরি দক্ষতাসম্পন্ন করা হবে ৬০ ভাগ মানুষকে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ২২:২৭

বর্তমানে দেশের জনসংখ্যার ১৭ শতাংশ কারিগরি দক্ষতাসম্পন্ন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে এই হার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৬০ শতাংশে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর।’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কক্সবাজারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের প্রি-ভোকেশনাল ট্রেনিং কার্যক্রমের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানায় মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের এই লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করছে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প। যুব জনগোষ্ঠীকে দক্ষতা প্রদান, চাকরির সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে এই প্রকল্প। এ কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ বিশেষায়িত সংস্থা হিসেবে কারিগরী সহায়তা দিচ্ছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us