ভ্যাট ফাঁকির ৮ কোটি টাকা পরিশোধ করলো পূবালী ব্যাংক

চ্যানেল আই প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৮:০৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা সংস্থার বিশেষ নিরীক্ষায় উদঘাটতি ভ্যাট ফাঁকির প্রায় ৮ কোটি টাকা পরিশোধ করেছে পূবালী ব্যাংক।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ভ্যাট গোয়েন্দা সংস্থা পূবালী ব্যাংকের ২০১৭-২০১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে দেখতে পায়, বিভিন্ন খাতে ৭ কোটি ৯০ লাখ টাকার ভ্যাট অপরিশোধিত রয়েছে।

এই অনিয়মের মধ্যে রয়েছে-নিয়মবহির্ভূত রেয়াত ৩৭ লাখ ৪১ হাজার টাকা। বিভিন্ন খাতে উৎসে ভ্যাট কর্তন করলেও তা জমা দেয়া হয়নি-এমন ৬ কোটি ৫ লাখ টাকা। সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী ২ শতাংশ হারে সুদবাবদ ১ কোটি ৪৫ লাখ টাকা।

মইনুল খান জানান, ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দলের দাবি উত্থাপনের পর্যায়ে পূবালী ব্যাংক স্বপ্রণোদিত হয়ে আজ ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us