হাতে কলমে শিক্ষা দিয়ে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের ১৫ হাজার নারী ও পুরুষকে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। নারীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এর ফলে শ্রমবাজারে দক্ষ শ্রমশক্তির সরবরাহ বাড়বে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।