পোস্ট অফিস স্বল্প সঞ্চয় প্রকল্পে নিয়ম বদল কেন্দ্রের, অবশ্যই জানা প্রয়োজন...

এইসময় (ভারত) প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ১৯:৩৮

স্বল্প সঞ্চয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। গ্রামাঞ্চলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং অন্যান্য় পোস্টাল সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খোলা এবং টাকা জমা দেওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মধ্যে পড়ছিলেন স্বল্প সঞ্চয়কারীরা। বিষয়টি নজরে আসার পরে এই সংক্রান্ত নিয়ম সরল করা হয়েছে।

ডাক বিভাগের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক (GDS) ব্রাঞ্চ পোস্ট অফিসগুলিতে বহু স্বল্প সঞ্চয়কারীর পোস্ট অফিস সেভিস অ্যাকাউন্টে চেকের সুবিধা উপলব্ধ নয়। যে কারণে নতুন অ্যাকাউন্ট খোলা এবং টাকা জমা দিতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল তাঁদের। যে কারণে দাবি উঠেছিল, টাকা তোলার ফর্মেই (SB-7) পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা জমা এবং অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হোক। সবদিক বিবেচনা করে এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ডাক বিভাগ। সেই অনুসারে নিয়মও বদল করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us