বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাই কোর্টে আপিল করেছেন। মিন্নির পক্ষের আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম মঙ্গলবার বিকেলে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আপিল আবেদন জমা দেন।
তিনি বলেন, “মোট ২০টি গ্রাউন্ডে ৪৫১ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়েছে। এর মধ্যে মূল আবেদনটি ১৮ পৃষ্ঠার। সংশ্লিষ্ট শাখায় আমিই আপিলটি ফাইল করেছি। আপিলে খালাস চাওয়া হয়েছে।”
মিন্নির প্রধান আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, “যত শীঘ্র সম্ভব এ মামলার শুনানি হবে, আমরা শুনানি করার চেষ্টা করব। আমরা আশাবাদী, আইনের আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং মিন্নি বেকসুর খালাস পাবে।”