দেশে রাষ্ট্রীয় অনাচার চলছে : রিজভী

এনটিভি প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ১৭:০৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে চলছে রাষ্ট্রীয় অনাচার। আজকে কারো কোনো নিরাপত্তা নেই। সুতরাং অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এ নেতা এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা যারা দখল করে বসে আছে তাদের দিয়ে ১২ বছরে আলেম-ওলামাদের নানাভাবে নিপীড়ন করা হয়েছে। বিশেষ করে হেফাজতের আন্দোলনের সময়। নিষ্ঠুর আচরণে মানুষ বিপন্ন। বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। রাস্তায় চলতে ভয় পায়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us