রায় শুনে গোপাল কৃষ্ণের স্ত্রী বললেন, ‘আমার কিছু বলার নেই’
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ১৩:০৯
চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় আপিল বিভাগের রায় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তাঁর স্ত্রী উমা মুহুরী। তবে তিনি হতাশার সুরে বলেন, ‘আমার কিছু বলার নেই।’
গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় দেন।