বন্যায় গাইবান্ধার চারিদিকে নজর কাড়ছে থৈ থৈ পানি। এর তাণ্ডবে ঘরের ভিতর হাঁটু পানি। অনেকে ঘরবাড়ি ছেড়ে উঠেছেন স্বজনদের বাড়িতে। কেউ কেউ ঠাঁই নিয়েছে বিভিন্ন বাঁধ বা রাস্তা-ঘাটে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামে এমন চিত্র দেখা যায়। সেখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে অনেকগুলো পরিবার।