গুরুত্ব না দেওয়ার ফল, ট্রাম্পের করোনা সংক্রমণ নিয়ে খোঁচা বেজিংয়ের
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ১৯:৩৩
বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চিনকে বহু বার আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি, শাস্তির হুমকি পর্যন্ত দিয়েছেন। তার জেরে দু’দেশের কূটনৈতিক সম্পর্কেও উত্তপ্ত আবহ। তার মধ্যেই কোভিড আকান্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে তীব্র কটাক্ষে বিঁধল বেজিং।
ভাইরাসকে ‘গুরুত্ব না দেওয়ার ফল ভোগ করছেন ট্রাম্প’— লিখেছেন চিনের সরকারি সংবাদ মাধ্যম ‘গ্লোবাল টাইমস’-এর সম্পাদক হু জিন।