বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার স্ত্রী আয়েশা আক্তার মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই রায়ে মিন্নির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিই তাকে মৃত্যুদণ্ডাদেশ দিতে ভূমিকা রেখেছে। মিন্নির জবানবন্দিকে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য দিয়ে সমর্থন দেওয়া হয়েছে।
এই রায় অনুযায়ী, মিন্নির সঙ্গে রিফাত শরীফের দাম্পত্য সম্পর্কের অবনতি এবং মিন্নিকে মারধরের জের ধরে এই হত্যাকাণ্ড ধরে। এমন করে মিন্নিই মূল পরিকল্পনাকারী হিসেবে প্রমাণিত হন।