লিজ নেওয়া দুই মিসরীয় বিমানে ক্ষতি ১১০০ কোটি টাকা

সমকাল প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ২২:১৯

পাঁচ বছর আগে দুই মিসরীয় বিমান (ইজিপ্ট এয়ার থেকে লিজ নেওয়া বোয়িং ৭৭৭-২০০) উড়োজাহাজের পেছনে বাংলাদেশ বিমানের ক্ষতি হয়েছে ১১০০ কোটি টাকা। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, গত মাসে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনার পর রোববারের বৈঠকে কার্যবিবরণী পাস হয়। ওই কার্যবিবরণীতে বলা হয়, ওই দুটি উড়োজাহাজে প্রতি মাসে বিমান ১১ কোটি টাকা করে ভর্তুকি দিয়ে আসছিল। দায়দেনা পরিশোধ করে লিজ বাতিলের মধ্য দিয়ে গত মার্চ মাস থেকে বিমান মুক্তি পায়। এই বিমান দুটি চালিয়ে রাজস্ব আদায় হয়েছিল দুই হাজার ২০০ কোটি টাকা। আর ওই দুটি বিমানের পেছনে খরচ হয় তিন হাজার ৩০০ কোটি টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us