বিভিন্ন সেবা সংস্থার তার ভূগর্ভে নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এজন্য একটি পাইলট প্রকল্পের আওতায় উত্তরার ৪ নম্বর সেক্টরের কয়েকটি সড়কের ঝুলন্ত তার নেওয়া হচ্ছে সড়কের নিচে করা ‘ইউটিলিটি ডাক্টে’।
ডিএনসিসি বলছে, বারবার রাস্তা খোঁড়াখুড়ি এবং ঝুলন্ত তারের ঝুঁকি এড়াতে পর্যায়ক্রমে পুরো ডিএনসিসি এলাকায় এই ডাক্ট বসানো হবে। তার নিয়ে যাওয়া হবে মাটির নিচ দিয়ে। আপাতত অপটিক্যাল ফাইবারসহ বিভিন্ন সেবা সংস্থার তার নেওয়া হবে।