নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারিত হয়ে ১৮ দলীয় জোটে রূপান্তরিত হয়। পরবর্তীতে এটি ২০ দলীয় জোটে উন্নীত হয়। এভাবে দলভারি করে জোটের যে যাত্রা সেই জোট আজ জোটপ্রধান বিএনপির সম্পদ নাকি বোঝা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
২০১৪ সালের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে যে জোটের মধ্যে আস্থা ও বিশ্বাস সুদৃঢ় হয়েছিল তা ক্রমান্বয়ে সন্দেহ ও অবিশ্বাসে পরিণত হয়েছে। ওই নির্বাচনের পর ১৮ দলীয় জোটের কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং সাম্যবাদী দলের একাংশ যোগ দেয়ার মধ্য দিয়ে ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়।