চুয়াডাঙ্গায় চাল না দেওয়ায় কালোতালিকাভুক্ত হচ্ছে ৭৬ চালকল
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৮:১৩
চুক্তি অনুযায়ী সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় চুয়াডাঙ্গার ৭৬ চালকলমালিককে কালোতালিকাভুক্ত করতে যাচ্ছে খাদ্য বিভাগ। এই ৭৬ চালকলমালিকের মধ্যে ৪২ জন চুক্তি অনুযায়ী আংশিক সরবরাহ করেছেন এবং ৩৪ জন কোনো চালই সরবরাহ করেননি।
জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম জানান, কালোতালিকাভুক্ত চালকলমালিকেরা পরবর্তী দুই বছর, অর্থাৎ চারটি মৌসুমে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে পারবেন না, এমন শাস্তির আওতায় আনা হতে পারে।