বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক মিন্নিসহ ৬ জনের ফাঁসি রায় দেন আদালত। রায়ে অসন্তোষ মিন্নির বাবা ‘উচ্চ আদালতে আপিলের’ ঘোষণা দিয়েছেন। তবে আপিলের জন্য মিন্নির রায়ের ‘সার্টিফায়েড কপি’ পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। শুক্রবার (০২ অক্টোবর) বার্তা২৪.কমকে এ অভিযোগ করেন মিন্নির বাবা।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বার্তা২৪.কমকে বলেন, আমার মেয়েকে একটি কাল্পনিক চার্জশিটে মাধ্যমে গত ৩০ সেপ্টেম্বর ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতে আপিল করতে ঐদিনই আমি রায়ের কপি পাওয়ার জন্য আবেদন করি। কিন্তু দুই দিন পার হলেও এখনো রায়ের কপি হাতে পাইনি। আর কবে পাবো তাও অনিশ্চিত। রায়ের সময় বলে দেওয়া হয়েছে আগামী ৭ দিনে ভিতরে আপিলের জন্য আবেদন করতে হবে। দুইদিন সাপ্তাহিক বন্ধ; যদি পাই তাহলে রোববার। তাও নিশ্চিত না যে কপি হাতে পাব কি-না! পেলে ঢাকা যেতে দুইদিন লাগবে। এরপরে আপিলের জন্য আবেদন লিখতে হবে। হাতে একবারে অল্প সময়।