তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ যে মিথ্যে, তার স্বপক্ষে নির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করলেন পরিচালক অনুরাগ কশ্যপ। আর এই অভিযোগ করার জন্য অভিনেত্রীকে পায়েল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলেই মনে করেন তিনি। পরিচালকের দাবি, অভিযোগকারিনী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফৌজদারি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে চেয়েছেন এবং মিটু আন্দোলনকেও বিপথে চালিত করার চেষ্টা করেছেন।
গত কালই ধর্ষণের অভিযোগ নিয়ে অনুরাগকে ভারসোভা থানায় ডেকে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। এর পরে আজ অনুরাগের আইনজীবী প্রিয়ঙ্কা খিমানি একটি বিবৃতিতে দাবি করেছেন, ‘‘অনুরাগ গত কালই নির্দিষ্ট তথ্য সামনে রেখে দেখিয়ে দিয়েছেন, ২০১৩ সালের পুরো অগস্ট মাসটাতেই তিনি শুটিংয়ের কাজে শ্রীলঙ্কায় ছিলেন। তিনি আরও জানিয়েছেন, যে অভিযোগ করা হয়েছে, সেই ধরনের ঘটনা কখনও ঘটেনি। অনুরাগের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে।’’ প্রিয়ঙ্কার মতে, অনুরাগের মানহানি করার উদ্দেশ্য নিয়েই বহু দিন পরে আচমকা এই ধরনের অভিযোগ আনা হয়েছে। প্রিয়ঙ্কা বলেছেন, ‘‘অনুরাগ আশঙ্কা করছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে প্রমাণিত হচ্ছে বুঝতে পেরে অভিনেত্রী তদন্তের প্রক্রিয়া চলার সময়ে বয়ান বদলাতে পারেন।’’