কোনো মোটরযানের বীমা করা না থাকলেও ওই মোটরযান বা তার মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।
বিআরটিএর কর্মকর্তারা বলছেন, ১৯৮৩ সালের মোটরযান আইনে তৃতীয় পক্ষের বীমা বাধ্যতামুলক ছিল। তবে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে বীমা করা বাধ্যতামুলক নয়। বীমা করা না থাকলেও মামলা দেওয়া যাবে না।
২০১৮ সালের সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে ২০১৯ সালের ১ নভেম্বর থেকে। কিন্তু বিষয়টি নিয়ে অনেকের স্বচ্ছ ধারণা না থাকায় এখনও এই অভিযোগে মামলা দেওয়া হচ্ছে।