‘মনে হয় না মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যুদ্ধের দিকে এগোবে’
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ১৫:৪৯
সম্প্রতি মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সৈন্য মোতায়েন করেছে। নিরাপত্তা পরিষদে চিঠি লিখে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েন করেছে, মিয়ানমারের সরকার-নিয়ন্ত্রিত গণমাধ্যমকে এমন প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা মূলত রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে। যার পুরোটাই মিয়ানমারের সৃষ্টি। বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির তাৎপর্য কী? মিয়ানমার কী বাংলাদেশের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করতে চায়? বাংলাদেশের প্রস্তুতি বা শক্তি-সামর্থ্যের অবস্থা কেমন?
বিষয়টি নিয়ে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো এসআইপিজি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেনের মুখোমুখি হয়েছিল দ্য ডেইলি স্টার। ব্রিগেডিয়ার সাখাওয়াত দীর্ঘ বছর ধরে মিয়ানমার সামরিক সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করছেন, গবেষণা করছেন। সেই অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করেছেন বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কের বহুবিধ দিক নিয়ে।