সিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, মৎস্য ও কৃষির ব্যাপক ক্ষতি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ১৩:৫৩
নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিংড়া পৌর এলাকার ১৬টি ওয়ার্ডে বন্যার পানি প্রবেশ করেছে। উপজেলা পরিষদ, থানা, সাব রেজিষ্টার, ভূমি অফিস, সিংড়া বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পোস্ট অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বন্যার পানি ঢুকেছে।
সিংড়া-বলিয়াবাড়ি সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সকালে প্রবল সোতে সড়ক ভেঙে গেছে। শোলাকুড়া মহল্লায় মাদরাসাসংলগ্ন এলাকায় রাস্তা ধসে পানি প্রবাহিত হচ্ছে।