মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিকাশ হ্যাকার চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেফতাররা হলো- রানা খান, লিটন, নয়ন শেখ, টিটু মোল্লা, সালমান মোল্লা, আকাশ শেখ, মোয়াজ্জেম হোসেন, রহিম ও তানজিল। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি আইফোনসহ ১০টি মোবাইল ফোন, ৩৭টি সিম ও একটি প্রোভক্স গাড়ি উদ্ধার করা হয়। ডিবি জানায়, আসামিরা তাদের সোর্সের কাছ থেকে বিকাশ এজেন্টের ক্যাশ-ইন রেজিস্টারের পাতা কিনে যাদের মোবাইলে টাকা গেছে তাদের ফোন দিয়ে হ্যাকিংয়ের মাধ্যমে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নিত।
এদিকে, রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার এক বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম। বিকাশ এজেন্টদের টার্গেট করে চক্রটি ছিনতাই করে। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শাহীন শেখ, সোহেল হোসেন, মুন্না ও হায়দার। তাদের কাছ থেকে ভিকটিমের দুটি মোবাইল ফোন ও একটি ট্যাব এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুটি ছুরি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।