সিয়েরা লিওনের সাবেক প্রেসিডেন্ট আরনেস্ত বাই কোরোমার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলো। শুধু আরনেস্ত বাই কোরোমাই নয়,আরও শতাধিক ব্যক্তির ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষ সম্প্রতি এমন কঠোর পদক্ষেপ নিয়েছে। দুর্নীতির অভিযোগ এনে এই ব্যক্তিদের আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বাড়িও বাজেয়াপ্ত করা হবে। চুরি করা অর্থ ফেরত না দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আরও তদন্ত চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।