হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা পণ্যের মান প্রণয়ন হচ্ছে
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৯
হ্যান্ড স্যানিটাইজারসহ আরও কয়েকটি স্বাস্থ্য সুরক্ষা পণ্যের মান (স্ট্যান্ডার্ড) প্রণয়ন করছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মান প্রণয়নের কাজটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএসটিআই সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক (মান) প্রকৌশলী এস এম ইসহাক আলী বলেন, বর্তমানে করোনা মহামারির কারণে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ বেশকিছু স্বাস্থ্য সুরক্ষা পণ্যের ব্যবহার বেড়ে গেছে। তাই মানুষ যাতে মানসম্মত এসব পণ্য গ্রহণ করতে পারে, সেজন্য পণ্যগুলোর আদর্শ মান প্রণয়নের কাজ চলছে।