বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার রায়কে কেন্দ্র করে বাদী নিহত রিফাতের বাবা আ. হালিম দুলাল শরীফের নিরাপত্তায় দুই জন অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে রিফাত শরীফের বাড়িও। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।
তিনি বলেন, ‘রিফাতের বাবা ও তার পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রিফাতের বাবার নিরাপত্তায় সার্বক্ষণিক দুজন গানম্যান তার সঙ্গে থাকবেন।’